Aim of BBA
প্রফেশনাল শিক্ষা বলতে, যে শিক্ষা প্রফেশনের সাথে সংশ্লিষ্ট। পৃথিবী প্রতিনিয়ত প্রবেশ করেছে আধুনিক থেকে অত্যাধুনিক যুগে। সামাজিক কালচার থেকে আমরা অভ্যস্ত হচ্ছি কর্পোরেট কালচারে। প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন পণ্য, তৈরি হচ্ছে বাজারজাতকরণের আধুনিক সব কৌশল। নিত্য নতুন পণ্যের ডিজাইন, উৎপাদন ও বাজারজাতকরণ, এসবের কোন কিছুই সম্ভব নয় ব্যবসায়িক পরিকল্পনা ছাড়া। ফলশ্র“তিতে অসংখ্য ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, মাল্টিন্যাশনাল কোম্পানী এবং কর্পোরেট প্রতিষ্ঠানের উদ্ভব হচ্ছে। আমাদের দেশে ২০০টির বেশি সরকারি-বেসরকারি ব্যাংক ও বীমা কোম্পানী রয়েছে। যেগুলোতে প্রায় ৫০ হাজার শাখায় ১০ লক্ষ দক্ষ লোক প্রয়োজন। আর্থিক প্রতিষ্ঠান রয়েছে ১০ হাজারের অধিক, আরো রয়েছে ছোট-বড় মিলিয়ে ১ হাজারের বেশি মাল্টিন্যাশনাল কোম্পানী। এ সকল প্রতিষ্ঠানে নিয়োগ পায় মূলত BBA ডিগ্রিধারী বা ব্যবসায় প্রশাসন গ্রাজুয়েট।