Aim of CSE
বিশ্বায়নের এ যুগে পৃথিবী আজ তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল। তথ্য প্রযুক্তির অভূতপূর্ব কল্যাণে সভ্যতার অবস্থান আজ চরম উৎকর্ষতায়। বিশ্বের উন্নত দেশের সাথে পাল্লা দিয়ে চলছে আমাদের তথ্য প্রযুক্তি খাত। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় বাস্তব। এখন আর চিঠির জন্য অপেক্ষা নয়, মাত্র এক মুহূর্তের মাঝেই CSE বা Mail, আজকাল পকেটে টাকা নিয়ে মার্কেটে যেতে হয় না, একটা স্মার্ট কার্ডই যথেষ্ঠ। আর তাই তথ্য প্রযুক্তি মানেই কম্পিউটার কিংবা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। সরকারি অফিসে প্রায় ৩৫ হাজার, সরকারি-বেসরকারি ব্যাংকে ৫০ হাজারের অধিক তথ্য প্রযুক্তি সম্পন্ন জনবল সবই আজ সময়ের চাহিদা। গাজীপুর ৫০০ একর জমির উপর তৈরি হচ্ছে হাইটেক পার্ক, যেখানে প্রায় ২ লক্ষ ৫০ হাজার কম্পিউটার ইঞ্জিনিয়ার দরকার হবে। চুয়েটে তৈরি হচ্ছে আইসিটি ইনকিউবেটর। এ সকল প্রতিষ্ঠানের সকল ক্ষেত্রেই প্রয়োজন হবে কম্পিউটার ইঞ্জিনিয়ার।